কবিতা

শীতের রোমান্টিক কবিতা

শীতের রোমান্টিক কবিতা

শীতের রোমান্টিক কবিতা: শীতের আগমন হলেই আমরা প্রিয় মানুষের ফোনে, শীতের রোমান্টিক কবিতা পাঠিয়ে থাকি। যদি আপনি সুন্দর করে এই রোমান্টিক কবিতা দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন তাহলে প্রিয় মানুষের কাছে আপনার মূল্য হবে অন্যরকম। তাই আজকে পোস্টের এই অংশে সুন্দর সুন্দর শীতের রোমান্টিক কবিতা উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

শীতের রোমান্টিক কবিতা

শীতের রাতে সবাই লেপ কম্বলের নিচে শুয়ে, সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা পড়ি এবং পোস্ট আপডেট করি। জানিয়ে দিই আমাদের শীতের রাতের রোমান্টিক অনুভূতির কথা। কিন্তু আমাদের পাঠকের ভিতরে অনেক জন আছে যারা পর্যাপ্ত শীতের রোমান্টিক কবিতার অভাবে নিজের অনুভূতি আপডেট করতে পারছেন না। তাদের জন্য আজকে পোস্ট শীতের রোমান্টিক কবিতা গুছিয়ে উপস্থাপন করেছি।

সিরিজ -মধুছন্দা , এখানে আকাশ নীল 
কবিতা -আমি স্বপ্ন দেখিনি 

তোমার খোলা চুলে ছুঁয়ে যায় পড়ন্ত শীতের বিকেল, 
গোধূলির লাল সাজে সেজে ওঠে দূর দিগন্তরেখা –
জোনাকির কোলাহল বলে দেয় হাতে নেই সময় অঢেল , 
তবুও আমার বিজ্ঞাপনে তোমারি কবিতা লেখা।

রোজ ভাবি নাবিকের বেশে পথ হারাই তোমার ঠোঁটে;
এবং রাত্রি সাজুক কোন এক প্রাচীন ভৈরবী বেহাগ –
আমি তো খুঁজিনি প্রেম কোনদিন বইয়ের মলাটে,
তবু কেন উড়ো চিঠি নিয়ে আসে অচেনা ফুলের পরাগ। 

বেজে ওঠে গল্পের সাইরেন- ঘরে ফেরে পরিযায়ীর দল, 
তখন বারান্দা জুড়ে তোমার নূপুরের রিনিঝিনি-
ঝিনুক খুঁজতে চেয়ে ডুব দিয়ে সাগরের গহীন অতল, 
ভোর রাতে মনে পড়ে আমি কোন স্বপ্নই দেখিনি।

শীতের ভালবাসা
– মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুমি কি সেই কথা মনে রেখেছ?
মনে রেখেছ কি ?
সেই শীতের প্রেম লগ্ন।
উষ্ণ আর গভীর প্রেম ছিল সেটি।

আজ তুমি নেই
এই খবর চারদিকে কেউ জানে না।

আমিও বসে আছি।
রাতে এখন কম্বলের নীচে;
একা একা মনে অশান্ত ভাবনা;
চারদিকে অশান্ত সব স্বপ্ন —
ভির করেছে মনের কোণে

লেপের উষ্ণতা যেন কমে গেছে
কম্বলে কিছু ঠান্ডা ডুকে গেল
এই বুঝি কেউ কিছু বলছে
সেই কণ্ঠ যেন চীর চেনা

শীতের কম্বলের আচরণ
বার বার বলে
তুমি নেই ।

শীতের রাত।
একা একা কাটে না সময়।
কম্বলের আচরণ কেমন বৈরি হয়ে গেছে ।
কেমন যেন অচেনা আচরণ

সব কিছুতেই যেন কিছু নেই
নেই তুমি নেই।
নেই সেই উষ্ণ রাত।
নেই বুকে নরম সেই হাত

নেই তুমি নেই।।
কেউ নেই পাশে।

শীতের প্রেমের কবিতা

কবিতা প্রেমিরা সব বিষয়ে কবিতার ছন্দের খোঁজ করেন। কবিতা মানব হৃদয়ে সহজে যেকোনো কিছুর জ্ঞান সঞ্চার করে। যারা শীতের প্রেমের কবিতা খুজে পাচ্ছেন না তাদের জন্য আমরা পোস্টের এই অংশ তুলে ধরেছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন।

তুমি শীতের সন্ধ্যায় কুয়াশা হও,,
আমি হবো শীতের সকাল।
তুমি প্রেমের বাতাস হও
আমি মত্ত হবো ভালবাসার আকাশে।
চলে এসো আজ সব মায়াজাল ভেঙ্গে; 
আমরা ভেসে যাই একাকী আনমনে
আবীর রাঙানো তোমার মুখটা
যেন ফুলের বাগানে রঙের ঘনঘটা
সুদূর নীলাকাশে ওই মেঘরাশি
তোমাকে ভিজিয়ে দিচ্ছে এক পশলা বৃষ্টিতে
তুমি বৃষ্টি ভেজা হয়ে-
আলতো ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস দিলে
পাহাড়ের বুকে ঝর্ণা যদি মাতোয়ারা হয়
তোমাকে জড়িয়ে ধরবো
এক পলকের দেখায়,,
তুমি সাঁঝবাতি হয়ে জ্বালিয়ে দিলে
আমার অন্ধকার মন।
আমি যদি হই খরস্রোতা নদী,
তবুও রোজ নিয়মমাফিক জ্বালাবো-
তোমার দেওয়া আলোর বাতি
তোমাকে পেয়ে নিজেকে নদী ভরা ঢেউ ভাবি
এসেছো জীবনে‌ আমার;
করো নি কোনদিন কোন দাবী!
নিজেকে যখন করছিলাম বন্দী,
তুমি এসে আমাকে শেখালে 
এক নতুন জীবনের সন্ধি
তুমি আমার বাঁচার প্রেরণা,, 
তুমি আমার কল্পনার কবিতা,,
তুমি মুক্ত আকাশে মৃদঙ্গ,
তুমি আমার জীবনের 
শ্রেষ্ঠ একটা অঙ্গ।

আরও দেখুন শীতের সকালের শুভেচ্ছা, বাণী ও মেসেজ

শীতের রোদ নিয়ে কবিতা

শীতের সময় চারিদিকে ঘন কুয়াশা ও উষ্ণতা ছেয়ে যায় আমাদের লোকালয় ও পৃথিবী। এমন সময় মানুষ খুব বেশি পছন্দ করে থাকে বা ভালবাসে সেটি হল শীতের মিষ্টি রোদ। কারণ শরীরের মধ্যে শীতের উষ্ণতা পেতে এই রোদ মানুষ বিভিন্ন জায়গায় গায়ে লাগিয়ে থাকে। এতে করেও শীতের দিনেও মন প্রাণ সতেজ থাকে। ঠিক একইভাবে শীতের দিনে শীতের রোদ নিয়ে কবিতা তারা বিভিন্ন জায়গায় শেয়ার করতে চায়।

ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়,
ফুটলো সকাল কাটলো রাত,
তাই মিস্টি মুখে জানাই তোমায়
“”সুপ্রভাত””

শীতের বিরহের কবিতা

মানুষের মনে বিরহ প্রায় সবসময়ই বিরাজ করে থাকে। তবে প্রকৃতির সাথে সারাদিন এ বিরহ বিভিন্ন মৌসুমী বেশি নাড়া দেয়। আর তাই বিশেষ করে খুব বেশি নাড়া দেয় শীতের সময়ে। কারণ মানুষ শীতের উষ্ণতার সাথে তার প্রিয় অতীত খুঁজে বেড়াই। তাই স্বাভাবিক ভাবেই মানুষ শীতে বিরহের কবিতা পেতে চায়। যাতে করে তার ফেসবুক সহ অন্যান্য ওয়ালে শেয়ার করতে পারে

শীতের ভালোবাসার কবিতা

কাউকে যদি শীতের ভালোবাসার কবিতা বলে ঘুম থেকে জাগানো হয় তাহলে তার অনূভুতি কেমন হবে?নিশ্চয়ই অনেক সুন্দর। আবার অনেকের কাছে শীতের ভালোবাসার কবিতা এসএমএস করলেও সে অনেক খুশি হবেন। যারা এমন শীতের সকালের মিষ্টি কবিতা খুজছিলেন তাদের জন্য আজকের পোস্টে শীতের সকালের মিষ্টি কবিতা গুছিয়ে উপস্থাপন করেছি।

মনে পড়ে
লেখক: সঞ্জীব প্রামানিক

তোমায় মনে পড়ে, 
শীতের সন্ধ্যা সাজানো
এই বিকেলে, 
মিনি মিনি কুয়াশা ঘেরা
প্রকৃতির নীচে। 
তোমায় মনে পড়ে, 
ছাদের কানায় সাজানো
বেঞ্চিতে বসে, 
ঐ দূরের পথ দিয়ে
এক্ষুণি যাবে কোথাও। 
ছিঁড়ে গেছে প্রেম
ভালোবাসার বাঁধন, 
তবু ভালোবাসি
ভালোবাসি আমি তোমাকে। 
একটু দেখি বা না দেখি
তবু তার পূবাভাষ
বয়ে আসে বাতাসে, 
ঐ আম বাগান 
পুকুরের বুক চিরে। 
মনে পরে যায় 
তোমার ও মুখ খানা, 
শরীরের লাবণ্য, 
মনে পরে যায় 
সেদিনের সেই
দূরে সরানোর ভাষা, 
ছিঁড়ে ফেলা ভালোবাসার
কুটি কুটি চাহনি। 
মনে পরে যায়
প্রথম দেখা তোমার
মুচকি হাসির ঝলকানি
ভালোবাসার ইশারায়। 
ভালোবাসা, ভালোবাসা, 
হ্যাঁ, ভালোবাসা, 
তোমায় মনে পরে। 

শীতের কবিতা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

প্রকৃতির অবারিত সৌন্দর্যভেলায় আনন্দ উপাদানের কোনো কমতি নেই। ঘর থেকে দু পা ফেলে বাইরে দিবি মোদেই চোখে পড়ে নিসর্গের অমৃত লহরি। তার মধ্যে শীতের সকাল অন্যতম। ঘুম থেকে উঠেই আমরা শীতের সকালের স্ট্যাটাস আপলোড করে থাকি। যারা শীতের সকাল নিয়ে ফেসবুক স্ট্যাটাস খুঁজছিলেন তাদের জন্য আজকের পোস্ট করা।

শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল। গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ। ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ।

শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরান কথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে স্কুলে যাওয়া, পিটিতে খাড়াইয়া কাপাকাপি করা, সব কিছুরেই মিস করি।

এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে। সাথে রেখো শুধু তারে, ভালোবাসো তুমি যারে। এখনো শুধু তার কাম, জানি আমি তার নাম। সেই তোমারসম্বল, তার নাম কম্বল – Happy Winter Season
শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল। গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ। ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ।

গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ। সব পাখির মন খারাপ শীতের হল শেষ। নতুন রুপে, নতুন সাঁঝে নিভাবে মনের আগুন । তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন।

অন্তিম কথা

আজকের পোস্টে শীত নিয়ে কবিতা উপস্থাপন করেছি, আশা করি আপনারদের ভালো লেগেছে। অনেক কবিতার মধ্যে হতে সেরা মূল্যবান কবিতা উপস্থাপন করেছি। আমরা পরবর্তীতে আরো শীতের রোমান্টিক কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। যদি আরো নতুন কিছু জানার ইচ্ছে হয় তাহলে আমাদের পোস্টের নিচে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।

Tips Gateway

আসসালামু আলাইকুম, টিপস গেটওয়ে.কম ওয়েবসাইটে আপনাকে জানায় স্বাগতম। আমারা আমাদের সাইটে সকল ধরণের তথ্যপ্রযুক্তি বিষয়ক, ধর্মীয়, বিনোদন ও শিক্ষামূলক, সাধারন জিজ্ঞাসা, চাকরি বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচী, প্রবেশপত্র, প্রশ্ন সমাধান ও ফলাফল, মনীষীদের উক্তি, বাণী ও ফেসবুক সহ বিভিন্ন বিষয়ের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি, ট্রেন, বাস ও বিমানের সময়সূচী, পোস্ট কোড, ভ্রমণ, সিমের অফার এবং রুপান্তরকারী ক্যালকুলেটর সহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায় লেখালেখি করে থাকি। যা বাংলা ভাষাভাষী মানুষদের ইন্টারনেটে প্রতিদিনের নিত্যনতুন প্রয়োজনীয় সকল তথ্য চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ্‌।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button