প্রশ্ন ও উত্তর

শবে বরাত ২০২৩ কত তারিখ? শবে বরাত 2023 বাংলাদেশে কবে ও এর ছুটি

শবে বরাত ২০২৩ কত তারিখে? পবিত্র শবে বরাত 2023 বাংলাদেশে কবে ও এর ছুটি

শবে বরাত ২০২৩ কত তারিখ, শবে বরাত 2023 বাংলাদেশে কবে ও শবে বরাত এর ছুটি কবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম! আশা করছি সকল মুসলিম ভাই ও বোনেরা মহান আল্লাহতালার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকের পোস্টে আমরা জানবো ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় শবে বরাত বা লাইলাতুল বরাত নিয়ে। আমাদের কাছে আপনারা অনেকেই প্রশ্ন করেন শবে বরাত অর্থ কি? শবে বরাত ২০২৩ কত তারিখে? শবে বরাত কত তারিখে ২০২৩, শবে বরাত ২০২৩ বাংলাদেশে কবে পালন করা হবে। এবং এছাড়া অনেকে জানতে চেয়েছেন শবে বরাতের ছুটি কবে, শবে বরাত কেন পালন করা হয়, শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য এবং শবে বরাত সম্পর্কে হাদিস। ইনশাআল্লাহ উপরুক্ত সকল প্রশ্নের সঠিক ও যথাপযুক্ত উত্তর দিব এই পোস্টটের নিচের অংশে।

শবে বরাত ২০২৩ কত তারিখ?

শবে বরাত বা মধ্য-শা’বান বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা’বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। চলতি বছর অর্থাৎ শবে বরাত ২০২৩ আগামী ৭ মার্চ রোজ মঙ্গলবার (১৫ শাবান ১৪৪৩, ২২ ফাল্গুন ১৪২৯) দিবাগত রাতে। যা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

শবে বরাত কত তারিখে ২০২৩

ফার্সী শব শব্দের অর্থ হল রাত বা রজনী এবং বরাত শব্দটির অর্থ ভাগ্য। এতে করে শবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী। আরবীতে যাকে লাইলাতুল বারাআত বলা হয়। পবিত্র এই রজনীতে মহান আল্লাহতালা তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করে থাকেন। তাই বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে শবেবরাত পালন উপলক্ষে ইসলাম ধর্মের অনুসারীরা নফল ইবাদত করে থাকেন। এবছর শবে বরাত ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৭ই মার্চ, ২০২৩ তারিখে দিবাগত রাতে পালন করা হবে।

শবে মেরাজ ২০২৩ কবে? শবে মেরাজ রোজা কত তারিখে ও এর সরকারি ছুটি কবে!

শবে বরাত কবে 2023 বাংলাদেশে কবে পালিত হবে

আরবি ক্যালেন্ডারে শাবান মাস হল অষ্টমতম, শাবান মাসের ১৪ ও ১৫ তম দিনের মধ্যবর্তী রাতে শবে বরাত হয়ে থাকে। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে শবে বরাত। ২০২৩ সালেও বাংলাদেশে শবে বরাত পালিত হবে ৭ মার্চ, বাংলা ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী ২২ শে ফাল্গুন, ১৪২৯।

২০২৩ সালে শবে বরাত এর ছুটি কবে

প্রতি বছরই অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো বাংলাদেশেও শবে বরাত উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছুটি দেওয়া বন্ধ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে শবে বরাতের ছুটি প্রদান করা হবে, আগামী ৭ই মার্চ, ২০২৩ তারিখে।

Tips Gateway

আসসালামু আলাইকুম, টিপস গেটওয়ে.কম ওয়েবসাইটে আপনাকে জানায় স্বাগতম। আমারা আমাদের সাইটে সকল ধরণের তথ্যপ্রযুক্তি বিষয়ক, ধর্মীয়, বিনোদন ও শিক্ষামূলক, সাধারন জিজ্ঞাসা, চাকরি বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচী, প্রবেশপত্র, প্রশ্ন সমাধান ও ফলাফল, মনীষীদের উক্তি, বাণী ও ফেসবুক সহ বিভিন্ন বিষয়ের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি, ট্রেন, বাস ও বিমানের সময়সূচী, পোস্ট কোড, ভ্রমণ, সিমের অফার এবং রুপান্তরকারী ক্যালকুলেটর সহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায় লেখালেখি করে থাকি। যা বাংলা ভাষাভাষী মানুষদের ইন্টারনেটে প্রতিদিনের নিত্যনতুন প্রয়োজনীয় সকল তথ্য চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ্‌।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button