স্ট্যাটাস

শবে বরাত ২০২৩ শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, বাণী, সহিহ হাদিস ও আয়াত

শবে বরাতের শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, বাণী, সহিহ হাদিস ও কোরআনের আয়াত

শবে বরাত ২০২৩ শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, বাণী, সহিহ হাদিস ও আয়াত। ফারসি ‘শব’ যে শব্দের অর্থ হল রাত আর ‘বরাত’ শব্দের অর্থ হল সৌভাগ্য। আরবিতে পবিত্র শবে বরাতকে বলে ‘লাইলাতুল বরাত’ অথবা সৌভাগ্যের রাত। আরবি তথা হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে বিশ্বের মুসলিম উম্মাহ। যে মহামান্বিত রজনীতে মুসলিম উম্মাহ মহান আল্লাহতালার কাছে নফল ইবাদতের মধ্য দিয়ে অতীত জীবনের ক্ষমা প্রার্থনা করে। একই সাথে ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে। পবিত্র শবেবার রাতে নফল ইবাদত হিসেবে নফল নামাজ এবং সেহরি খেয়ে পরের দিন নফল রোজা পালন করা হয়ে থাকে। এই পোস্টে আমরা আপনাদের সাথে শেয়ার করব পবিত্র শবে বরাত ২০২৩ নিয়ে শবে বরাতের শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছা মেসেজ। শবে বরাতের স্ট্যাটাস, পবিত্র শবে বরাত নিয়ে বাণী, সহি হাদিস ও পবিত্র আল কুরআনের আয়াত।

শবে বরাত ২০২৩

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হচ্ছে ২০২৩ সালের পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে ঘরে, ঘরে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটি নানা খাবার তৈরি করার প্রচলন রয়েছে বিশেষ করে আমাদের বাংলা দেশে। যে খাবার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। অনেকে সন্ধ্যার পর মা বাবা সহ অন্যান্য আত্মীয়-স্বজনের কবরস্থানে যান ও মাগফিরাত কামনা করে দোয়া করেন।

আরও দেখুন : শবে বরাতের নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া

শবে বরাতের শুভেচ্ছা বার্তা

পবিত্র শবে বরাত বা লাইলাতুল বারাআত মহিমান্বিত একটি রাত মুসলিমদের জন্য। শব বা ‘লাইলাতুল’ অর্থ রাত আর ‘বারাআত’ অর্থ মুক্তি। আরবি বারাআতকেই সহজ করে ‘বরাত’ বলা হয়। পবিত্র এই শবে বরাতের নিহিত আছে মুসলিম উম্মার মুক্তি শান্তি ও কল্যাণ। তাই শবে বরাতের রাতে আমাদের সকলের উচিত সকল গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যৎ জীবন সুন্দরের জন্য দোয়া করা। এ উপনীতিতেই শবে বরাত ছড়িয়ে যাক সকলের মাঝে, তাই শবে বরাতের শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিন সকলের মাঝে।

শবে বরাতের স্ট্যাটাস

আপনি কি পবিত্র শবে বরাতের স্ট্যাটাস খুঁজছেন? যে মহামান্বিত রজনীতে আল্লাহ তায়ালা ক্ষমা করে থাকেন এবং মানুষকে কল্যাণ দিয়ে থাকেন। তাই আমাদের সকলের উচিত পবিত্র শবে বরাতের বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা যার মাঝে রয়েছে নফল নামাজ আদায় নফল রোজা। একই সাথে শবে বয়সের শুভেচ্ছা বার্তা প্রতিটি মুসলিম উম্মার প্রতি ছড়িয়ে দিতে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন শবে বরাতের শুভেচ্ছা স্ট্যাটাস।

শবে বরাত নিয়ে বাণী

মহামান্বিত রাত পবিত্র শবে বরাত নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি ও বিভিন্ন ব্যক্তিবর্গগণ বিভিন্ন বাণী দিয়ে থাকেন দেশ ও জাতির কল্যাণের নিমিত্তে। তারই ধারাবাহিকতায় চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পবিত্র শবে বরাত নিয়ে বাণী দিয়েছেন।

আরও দেখুন : শবে বরাত নিয়ে উক্তি

শবে বরাত নিয়ে সহিহ হাদিস

আমাদের মাঝে অনেকেই প্রশ্ন রয়েছে যে, পবিত্র শবে বরাত কি পালন করা যাবে? শবে বরাত পালন করা কি বিদাত? পবিত্র শবে বরাত নিয়ে অনেক হাদীস রয়েছে যার মাঝে অনেকগুলো জাল বা সহিহ। নিচের অংশে পবিত্র শবে বরাত নিয়ে কিছু হাদিসের বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো।

১. মধ্য শাবানের রাত্রির বিশেষ মাগফিরাত

এ বিষয়টি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। হাদীস শরীফে বলা হয়েছে:

إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

‘‘মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃকপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।’’

নবীজি (সা.) বললেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন’

শবে বরাত নিয়ে কোরআনের আয়াত

এ অংশে তুলে ধরা হলো পবিত্র শবে বরাত নিয়ে কুরআনের আয়াত, ‘হা-মিম! শপথ! উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে; নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী। যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এ নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয়ই আমিই দূত পাঠিয়ে থাকি।’ (সুরা-৪৪ দুখান, আয়াত: ১-৫)। মুফাসসিরিনগণ বলেন: এখানে ‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। (তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান)। হজরত ইকরিমা (রা.) প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সুরা দুখান–এর দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। (মাআরিফুল কোরআন)।

Tips Gateway

আসসালামু আলাইকুম, টিপস গেটওয়ে.কম ওয়েবসাইটে আপনাকে জানায় স্বাগতম। আমারা আমাদের সাইটে সকল ধরণের তথ্যপ্রযুক্তি বিষয়ক, ধর্মীয়, বিনোদন ও শিক্ষামূলক, সাধারন জিজ্ঞাসা, চাকরি বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচী, প্রবেশপত্র, প্রশ্ন সমাধান ও ফলাফল, মনীষীদের উক্তি, বাণী ও ফেসবুক সহ বিভিন্ন বিষয়ের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি, ট্রেন, বাস ও বিমানের সময়সূচী, পোস্ট কোড, ভ্রমণ, সিমের অফার এবং রুপান্তরকারী ক্যালকুলেটর সহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায় লেখালেখি করে থাকি। যা বাংলা ভাষাভাষী মানুষদের ইন্টারনেটে প্রতিদিনের নিত্যনতুন প্রয়োজনীয় সকল তথ্য চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ্‌।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button