(সর্ষে) সরিষা ফুল নিয়ে কবিতা, ছন্দ, সরিষা ফুলের সৌন্দর্য, ক্যাপশন English
(সর্ষে) সরিষা ফুল নিয়ে কবিতা, ছন্দ, ক্যাপশন English

সরিষা ফুল নিয়ে কবিতা, ছন্দ, সরিষা ফুলের সৌন্দর্য, ক্যাপশন English: শীতকে আমন্ত্রণ জানিয়ে শুরু হয় বাংলার জমিনে সরিষার চাষাবাদ। অগ্রহণ মাসের শুরুতে সরিষার চাষ করা হয় যেখানে চাষের এক মাসের মধ্যেই সরিষা খেতে আসে হলুদ সুন্দর ফুল। যে ফুল ভরা শীতের মৌসুমে দেখা যায় পুরো শস্য ক্ষেত জুড়ে, যা এক মনোরম পরিবেশ সৃষ্টি করে বিশেষ করে গোধূলিলগ্নে সন্ধ্যাবেলায়। এই সরিষা ফুল আবার খুব ভোরে অর্থাৎ সকালবেলায়ও দারুন লাগে। কারণ রাত থেকে পরা শিশির ও কুয়াশার প্রতিটা ফুঁটা ফুলের পাঁপড়ি জুড়ে স্থান পায়, যার কারণে মনে হয় এক অপ্সরীর আনন্দ সৃষ্টি করে। তবে সেই আনন্দ সকলের সাথে ভাগ করতে চাইলে সরিষা ফুল নিয়ে কবিতা, ছন্দের মধ্য দিয়ে সরিষা ফুলের সৌন্দর্য সবার সাথে শেয়ার করতে পারবেন সহজেই।
Table of content...
সরিষা ফুল নিয়ে কবিতা
আমরা সকলেই প্রকৃতির প্রেমে হারিয়ে যেতে চাই আর সেই প্রকৃতির প্রেমে যদি সরিষার ফুল নিয়ে হারায় তবে তা বেমানান হয় না। কারণ সবুজ শস্যক্ষেত্রে যখন সুন্দর হলুদ বর্ণের সরিষা ফুল ফোটে তখন আমাদের চোখটা জুড়িয়ে যায় মনটা ভরে যায় এগুলো দেখে। তখন কাব্য প্রেমিক এই মন সরিষা ফুল নিয়ে কবিতা খুঁজে, মনকে রাঙাতে চায় হলদে সরিষার ফুলকে কবিতার কাব্য মধ্য দিয়ে।
দিগন্ত মাঠ জুড়ে হলদে সরিষা ফুলের
নয়ন প্রসন্ন করা যে রূপ দেখিয়াছি,
মুহূমুহূ মাতাল করা সেই গন্ধের মিঠালী সমীরণে
পলেপলে আমি যেন তার প্রেমে পড়িয়াছি।
শিহরণে উথাল দুলে যায় হলদে রেণুর অভয়ব
মধু আহরণে ছুটে আসে মৌমাছি দলে দলে,
দেখি চেয়ে মিলনের শ্বাশত প্রণালী জিবনের অনুভবে
কেমনি সফেদ কুয়াশার গভীরে যৌবন অবারিত ধারায় চলে।
ঘাসের জলে ভিজিয়ে হাতের তালু-মেখেছি অবাক অঙ্কুস্থলে,
ভিজা আবির আর মুঠোভরা অনুরাগের আবেগে সেদেঁছি
হলদে সরিষা ফুল তুমি আমার উঠোনে আসোনা কেন?
কেন তুমি চোখেই থাকো অবাধ দীঘল অঞ্চলে।
সরিষা ফুল নিয়ে ছন্দ
কবিতার মধ্য দিয়েই ছন্দের সৃষ্টি হয়, আবার ছন্দের মধ্যেই কবিতার সৃষ্টি হয় পারস্পারিক। সাধারণত আমরা বাঙালিরা সকল বিষয় নিয়েই ছন্দ পেতে ভালোবাসি কারণ আমাদের মনটাই প্রকৃতিপ্রেমিক ছন্দময়। যে কারণে অনেকেই আমরা সরিষা ফুল নিয়ে ছন্দ চেয়ে থাকি, ছন্দের সাথে মিলিয়ে সরিষা ফুলের সৌন্দর্য অপার বিলিয়ে দিতে চাই।
সরিষা ফুলে যখন ছেয়ে যায় সরষে ক্ষেত, দলে দলে মৌমাছিরা করে বেড়ায় মধুর আশায়। কিন্তু যখন আর সরিষা ফুল থাকে না, মৌমাছিদের ও আর দেখা পাওয়া যায় না! জীবনটা আসলে এমনই!
সরষে ফুল ছিঁড়ো না, এ ভুল করো না।
ফুলে ফুলে ভরে উঠুক এই উদ্যান।
মাঠজুরে বিন্যস্ত সরষে ফুল
দিগন্তে সুদীর্ঘ নীল আকাশ ৷
ফুলের মধু পেতে উড়ছে ভ্রমরা
তব গুঞ্জনে মোহিত কুঞ্জবন।
তোমার হলুদ শাড়ির আচল
যেন বিষন বিকেলে
এক মুঠো সরষে ফুল
মনের ভুলে তোমাকে চাই
ভুল করে তুমি ফুল হয়ে যাও!
মুহুর্মুহু বাতাস বইছে এ পথে
পথের এক হলুদ মাঠ
মাঠভর্তি সরষে ফুলে সমারোহ
আহা! আকুলিবিকুলি করে এই প্রাণ।
সরষে ফুলে ভর করে
মধু পানে ব্যস্ত ভ্রমর
আমার হৃদয় জানে
কতটুকু প্রেম আছে
তোমার জন্য আমার।
সর্ষে ফুল নিয়ে কবিতা
সরিষা ফুলের অপর নাম সর্ষে ফুল, দুটো একই ফুলের নাম হবে যে যার মত, যে নামে ডেকে থাকে। হলুদ বর্ণের শরিশাফুল শীতের মাঝামাঝি সময়ে খেতে হয়ে থাকে। এতে করে একদিকে শীতের আমেজ অন্যদিকে সর্ষে ফুল আবার আরেক দিকে শীতের খেজুরের রস, পিঠা, পুলি সবকিছু মিলিয়ে অন্যরকম আনন্দের সৃষ্টি করে। যে আনন্দের অপার সুখ যোগায় সর্ষে ফুলের কবিতা।
জানিনা কোন মিছে মায়ায়
মন ছুটে যায় বারে বারে
আমার সরিষা ক্ষেতের ধারে
প্রকৃতির সৌন্দর্য আছে ভরে।
এই মনটা নিয়েছে কেড়ে
সরিষা ফুলের সুগন্ধ প্রাণে
মৌমাছি মধু সংগ্রহ করে ফুলে
পাগল করেছে তাদের মিষ্টি গানে।
মন চায় থাকি আরো কিছুক্ষণ
এই অপরূপ সৌন্দর্যের মাঝে
মাঠের পর মাঠ সৌন্দর্যে আছে ভরে
তাই আমার খুশিতে মন সাজে।
এদের নেই কোন সার্থকতা
বিলিয়ে দেয়া আপন মনে
তাদের অপরূপ সৌন্দর্য আমরা
উপভোগ করছি আপন- প্রাণে।
– মোঃ বুলবুল হোসেন
সরিষা ফুলের সৌন্দর্য, ক্যাপশন English
হলুদ বর্ণের সরিষা ফুলে এমন কোনো মানুষ নেই যে তার সৌন্দর্যের মুগ্ধ হয় না। আমরা এমনিতেই প্রকৃতিপ্রেমী তার মাঝে আমাদের দেশ সবুজে ভরা তাই সরিষা ফুল সহ যেকোন ক্ষেত আমাদের শস্যক্ষেত ভরিয়ে তোলে যৌবনের উদ্যম উদ্দীপনায়। উদ্দীপনা সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সরিষা ফুলের সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন দিয়ে থাকি অনেক সময় বাংলা এবং English/ ইংরেজিতে দেয়া হয়।
এ ভুল করো না, এ ফুল ছিঁড়ো না, তিলি তিলে গড়ে উঠুক এ উদ্যান ।
— আবু তাহের মিসবাহ
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায় ।
— রবীন্দ্রনাথ ঠাকুর
ভালোবাসা হলো ফুল আপনি তাকে বাড়তে দিন।
— জন লেনন
ফুল রোদ ছাড়া ফুল ফুটতে পারে না, মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না।
— ম্যাক্স
জীবন সেই ফুল যার জন্য ভালোবাসা মধু ।
— ভিক্টর হুগো