ভাবসম্প্রসারণ: মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে
মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে : ভাবসম্প্রসারণ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভাবসম্প্রসারণ: মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে’ ক্লাস ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ / class 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ও ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম শ্রেণী এবং এসএসসি / SSC ও এইচএসসি / HSC সমমান পরীক্ষা সহ সকল ধরণের শিক্ষামূলক প্রতিযোগিতার জন্য যথাক্রমে; ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০ অথবা 100, 150, 200, 250, 300, 400, 500, 1000 শব্দ / শব্দের ৫, ৮, ১০, ১২, ১৫, ২০, ২৫, ৩০ টি বাক্যে, প্যারা বা পয়েন্ট আকারে, মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে ভাবসম্প্রসারণটি দেওয়া হল।
ভাবসম্প্রসারণ: মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে
মূলভাব: মানুষের জীবন নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। এই সময় ফুরিয়ে গেলে তার জীবনের পরিসমাপ্তি ঘটে। তাকে এ পৃথিবী থেকে চ. চির বিদায় নিতে হয়। কিন্তু তিনি যদি সমাজের জন্য কল্যাণকর কাজ করে থাকেন, তাহলে তাঁর সেই কাজের মধ্য দিয়ে তিনি মানুষের মাঝে অনেক দিন বেঁচে থাকবেন।
সম্প্রসারিত ভাব: কীর্তিমান মানুষেরা মানুষের মাঝে বেঁচে থাকেন সুদীর্ঘকাল। তাই মানুষের জীবনকে সময়ের পরিধি দিয়ে মাপা যায় না। জীবনে যদি কোনো ভালো কাজ না থাকে, তবে দীর্ঘদিন বেঁচে থাকলেও সেই জীবন গুরুত্বহীন, তখন তার কোনো মর্যাদা থাকে না । নিষ্ফল জীবনের অধিকারী কোনো মানুষকে সমাজে কেউ মনে রাখে না। পরবর্তী প্রজন্ম জানে না তার নাম। তিনি হারিয়ে যান মহাকালের অতল গহ্বরে। স্বার্থপর মানুষের জীবন অর্থহীন। তার দীর্ঘ বয়স মানুষের কোনো উপকারে আসে না। অপরদিকে যে মানুষ জীবনকে কর্মমুখর রাখে এবং যার কাজের দ্বারা দেশ ও জাতি উপকৃত হয়, তাকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি ক্ষণজীবী বা স্বল্পায়ু হলেও মানুষের অন্তরে তিনি বেঁচে থাকেন অনন্তকাল। অর্থাৎ তাঁর কর্মই তাঁকে বাঁচিয়ে রাখে। সফল মানুষের কাজের মূল্যায়ন পরবর্তী প্রজন্মের মানুষ গৌরবের সঙ্গেই করে থাকে। আর সেই কর্মের মাধ্যমে কৃতীলোকের গৌরব এ পৃথিবীর বুকে প্রচারিত হতে থাকে।
মন্তব্য: মানুষের কর্মের গৌরব জীবনের সীমা অতিক্রম করে মহাকালের বুকে তাকে অমর করে রাখে। এভাবে কর্মের মাধ্যমে মানুষের জীবন সফল ও সার্থক হয়ে ওঠে।
আরও দেখুন ❏ ভাবসম্প্রসারণ: জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো