ভাবসম্প্রসারণ: জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো
জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো : ভাবসম্প্রসারণ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভাবসম্প্রসারণ: জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো’ ক্লাস ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ / class 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ও ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম শ্রেণী এবং এসএসসি / SSC ও এইচএসসি / HSC সমমান পরীক্ষা সহ সকল ধরণের শিক্ষামূলক প্রতিযোগিতার জন্য যথাক্রমে; ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০ অথবা 100, 150, 200, 250, 300, 400, 500, 1000 শব্দ / শব্দের ৫, ৮, ১০, ১২, ১৫, ২০, ২৫, ৩০ টি বাক্যে, প্যারা বা পয়েন্ট আকারে, জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো ভাবসম্প্রসারণটি দেওয়া হল।
ভাবসম্প্রসারণ: জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো
মূলভাব: মানুষের বংশপরিচয়ের সামাজিক গুরুত্ব থাকলেও ভালো-মন্দ বিচারের এটাই একমাত্র মাপকাঠি নয় ।
সম্প্রসারিত ভাব: কোনো ব্যক্তি যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে কিন্তু লেখাপড়া না শিখে কেবল অন্যায় ও অপকর্ম করতে থাকে, তবে তাকে কেউ ভালো বলবে না এবং ভালো বংশের সন্তান বলে তাকে কেউ সম্মানও করবে না। আবার নীচ বংশে জন্মগ্রহণ করেও কেউ যদি শিক্ষা-দীক্ষা, জ্ঞান ও সৎকর্ম দ্বারা উন্নত চরিত্রের অধিকারী হয়, তাহলে নীচ বংশের বলে কেউ তাকে অসম্মান করবে না বরং সম্মানই করবে। তিনি ধনী, গরিব, শিক্ষিত-অশিক্ষিত সকলের ভালোবাসা ও সম্মানে সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন। সমাজে বংশগৌরব অপেক্ষা কর্মগৌরবই বড়ো। মানুষ নিজের সচ্চরিত্র ও মহৎ কর্ম দ্বারা বংশগত হীনতা ও গ্লানি দূর করতে পারে। জন্ম মানুষের ইচ্ছাধীন নয়, কিন্তু কর্ম মানুষের ইচ্ছাধীন।
মানুষ ইচ্ছে করলেই লেখাপড়া শিখে সৎ কর্মের মধ্য দিয়ে, দেশ ও জাতিকে ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে মহৎ করে তুলতে পারে। জেলের ছেলে হয়েও ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এপিজে আব্দুল কালাম। নিজের কর্ম ও সাধনার বলে কৃষকের ছেলে আব্রাহাম লিংকন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। ইউরোপ, আমেরিকা, রাশিয়া এমনকি ভারতবর্ষেও অনেক কৃষকের ছেলে ও মুচির ছেলে নিজের কর্মগুণে দেশের নেতা হয়ে দেশবাসীর সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন। তাদের নীচকুলে জন্ম তাদের কর্মের মহিমাকে এতটুকু স্নান করতে পারেনি। বংশগৌরব নয়, কর্মগৌরবই মানুষের আসল পরিচয়।
মন্তব্য: কর্মের মাধ্যমেই মানুষের যথার্থ পরিচয় ফুটে ওঠে এবং তাঁরা মানুষের অন্তরে ও সমাজের মাঝে সুদীর্ঘকাল বেঁচে থাকেন।
আরও দেখুন ❏ ভাবসম্প্রসারণ: অর্থই অনর্থের মূল