ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণ: জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো

জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো : ভাবসম্প্রসারণ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভাবসম্প্রসারণ: জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো’ ক্লাস ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ / class 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ও ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম শ্রেণী এবং এসএসসি / SSC ও এইচএসসি / HSC সমমান পরীক্ষা সহ সকল ধরণের শিক্ষামূলক প্রতিযোগিতার জন্য যথাক্রমে; ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০ অথবা 100, 150, 200, 250, 300, 400, 500, 1000 শব্দ / শব্দের ৫, ৮, ১০, ১২, ১৫, ২০, ২৫, ৩০ টি বাক্যে, প্যারা বা পয়েন্ট আকারে, জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো ভাবসম্প্রসারণটি দেওয়া হল।

ভাবসম্প্রসারণ: জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো

মূলভাব: মানুষের বংশপরিচয়ের সামাজিক গুরুত্ব থাকলেও ভালো-মন্দ বিচারের এটাই একমাত্র মাপকাঠি নয় ।

সম্প্রসারিত ভাব: কোনো ব্যক্তি যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে কিন্তু লেখাপড়া না শিখে কেবল অন্যায় ও অপকর্ম করতে থাকে, তবে তাকে কেউ ভালো বলবে না এবং ভালো বংশের সন্তান বলে তাকে কেউ সম্মানও করবে না। আবার নীচ বংশে জন্মগ্রহণ করেও কেউ যদি শিক্ষা-দীক্ষা, জ্ঞান ও সৎকর্ম দ্বারা উন্নত চরিত্রের অধিকারী হয়, তাহলে নীচ বংশের বলে কেউ তাকে অসম্মান করবে না বরং সম্মানই করবে। তিনি ধনী, গরিব, শিক্ষিত-অশিক্ষিত সকলের ভালোবাসা ও সম্মানে সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন। সমাজে বংশগৌরব অপেক্ষা কর্মগৌরবই বড়ো। মানুষ নিজের সচ্চরিত্র ও মহৎ কর্ম দ্বারা বংশগত হীনতা ও গ্লানি দূর করতে পারে। জন্ম মানুষের ইচ্ছাধীন নয়, কিন্তু কর্ম মানুষের ইচ্ছাধীন।

মানুষ ইচ্ছে করলেই লেখাপড়া শিখে সৎ কর্মের মধ্য দিয়ে, দেশ ও জাতিকে ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে মহৎ করে তুলতে পারে। জেলের ছেলে হয়েও ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এপিজে আব্দুল কালাম। নিজের কর্ম ও সাধনার বলে কৃষকের ছেলে আব্রাহাম লিংকন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। ইউরোপ, আমেরিকা, রাশিয়া এমনকি ভারতবর্ষেও অনেক কৃষকের ছেলে ও মুচির ছেলে নিজের কর্মগুণে দেশের নেতা হয়ে দেশবাসীর সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন। তাদের নীচকুলে জন্ম তাদের কর্মের মহিমাকে এতটুকু স্নান করতে পারেনি। বংশগৌরব নয়, কর্মগৌরবই মানুষের আসল পরিচয়।

মন্তব্য: কর্মের মাধ্যমেই মানুষের যথার্থ পরিচয় ফুটে ওঠে এবং তাঁরা মানুষের অন্তরে ও সমাজের মাঝে সুদীর্ঘকাল বেঁচে থাকেন।

আরও দেখুন ❏ ভাবসম্প্রসারণ: অর্থই অনর্থের মূল

Tips Gateway

আসসালামু আলাইকুম, টিপস গেটওয়ে.কম ওয়েবসাইটে আপনাকে জানায় স্বাগতম। আমারা আমাদের সাইটে সকল ধরণের তথ্যপ্রযুক্তি বিষয়ক, ধর্মীয়, বিনোদন ও শিক্ষামূলক, সাধারন জিজ্ঞাসা, চাকরি বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচী, প্রবেশপত্র, প্রশ্ন সমাধান ও ফলাফল, মনীষীদের উক্তি, বাণী ও ফেসবুক সহ বিভিন্ন বিষয়ের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি, ট্রেন, বাস ও বিমানের সময়সূচী, পোস্ট কোড, ভ্রমণ, সিমের অফার এবং রুপান্তরকারী ক্যালকুলেটর সহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায় লেখালেখি করে থাকি। যা বাংলা ভাষাভাষী মানুষদের ইন্টারনেটে প্রতিদিনের নিত্যনতুন প্রয়োজনীয় সকল তথ্য চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ্‌।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button