আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব, তাৎপর্য ও প্রতিবেদন
বিশ্ব নারী দিবসের গুরুত্ব, তাৎপর্য ও প্রতিবেদন

আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব, তাৎপর্য ও প্রতিবেদন: নারীর অধিকার আদায় নারী প্রতি শ্রদ্ধাশীল ও সম্মান প্রদর্শন করা এবং নারীর প্রতি কোনো অন্যায় অবিচার না করার শিক্ষা দেয় আন্তর্জাতিক নারী দিবস। সালটা ছিল ১৮৫৭ যেদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার নারীরা বিক্ষোভ করে এবং রাস্তায় বাইর হয়। কারণ তাদের ন্যায্য মূল্য দিচ্ছিল না তাদের কারখানাটি। নিউইয়র্কের রাস্তায় তাদের বাহির করা মিছিলে সেদিন পুলিশ গুলিবর্ষ করে। এতে করে অনেক পোশাক কর্মী বা শ্রমিক নিহত হয় তবে অর্জিত হয় তাদের দাবি। সেদিন থেকেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। যে নারী দিবস কথা বলে কর্মক্ষেত্রে নারীর যথাযথ অধিকার আদায়ের ও ন্যায্য মূল্য পরিশোধে। তাই আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম প্রতিটি নারীর কাছে। এ পোস্টটি তুলে ধরা হবে আন্তর্জাতিক তথা বিশ্ব নারী দিবসের গুরুত্ব, তাৎপর্য নিয়ে বিশেষ প্রতিবেদন।
Table of content...
আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব
নারীর ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে সঠিক মূল্য অর্জন পেতে সাহায্য করে এই নারী দিবসের অনুপ্রেরণা। কারণ এই ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রে সঠিক মূল্যায়নের ভিত্তিতেই হয়েছিল আন্তর্জাতিক নারী দিবসের উত্থান। যার ফলে যথার্থ সম্মান ও মর্যাদার মধ্য দিয়ে প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে থাকে পুরো বিশ্বে। যেখানে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয় নারীর অধিকার সম্মানের ক্ষেত্রে। তবে সবথেকে বেশি নারী দিবস পালন করে থাকে সেই সকল কারখানা বা প্রতিষ্ঠানগুলো যেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মী হিসেবে কাজ করে থাকে। তাই বলা যায় সঠিক মূল্যবোধ আদায় ও নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব বহুগুণ।
আরও দেখুন : আন্তর্জাতিক নারী দিবস রচনা
নারী দিবসের তাৎপর্য
জাতীয় জীবনে নারী দিবসের তাৎপর্য অনেক, কেননা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শতকরা ৮০ শতাংশ নারী পোশাক শিল্পে কর্মরত রয়েছে। যেখানে তারা পাচ্ছে সঠিক বেতন ভাতা, বোনাসহ যাবতীয় ন্যায্য মূল্য। বাংলাদেশের সকল ক্ষেত্রে নারীদের এই অধিকার ও ন্যায্য মূল্য ধরা হয় আন্তর্জাতিক তথা নারী দিবসের তাৎপর্য হিসেবেই। অনেকেই মনে করে থাকেন নারীদের বিশেষ মর্যাদা ও অধিকার এই নারী দিবসের মধ্য দিয়েই অর্জিত হয়েছে। কিন্তু এই কথাটা পুরোপুরি সঠিক নয় নারীদের ন্যায্য অধিকার মূল্যবোধ সম্মান সকল কিছুই প্রদান করেছে ইসলাম। ইসলামী শরিয়াহ পথে চললে একজন নারী পাবে তার ন্যায্য অধিকার সম্মান থেকে শুরু করে যাবতীয় সবকিছু। কারণ ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদার আসন। তাই নারী দিবসের যতটা না গুরুত্ব ও তাৎপর্য রয়েছে তার চেয়ে বেশি রয়েছে ইসলামের বিধান অনুসারে।
নারী দিবসের প্রতিবেদন
প্রতিবছর নারী দিবস উদযাপনে বিভিন্ন প্রতিবেদনের আয়োজন করা হয় যেখানে উঠে আসে নারীদের প্রতি শ্রদ্ধার কথা। তাই এই অংশে আপনাদের জন্য তুলে ধরা হলো চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের নারী দিবসের প্রতিবেদন। এবারে বিশেষ করে গুরুত্ব দেয়া হয়েছে নারী শিক্ষা ও নারীর স্বাস্থ্য নিয়ে।
আরও দেখুন : বিশ্ব নারী দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ও ভাষণ