কবিতা

ষড়যন্ত্র নিয়ে কবিতা (অসাধারণ ও সেরা কিছু কবিতা)

ষড়যন্ত্র নিয়ে কবিতা

ষড়যন্ত্র নিয়ে কবিতা: আমাদের চারপাশে তাকিয়ে দেখি মানুষ ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রের শিকার হয় যারা সমাজের জন্য বা ব্যক্তির জন্য ভালো কিছু করে এমন লোক। উন্নয়ন কারোর সহ্য হয়না। যারা আমাদের নিচে অবস্থান করে, তারা ষড়যন্ত্র করে। মূলত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কয়েকজন মানুষের সম্মলিত ক্ষতি করার চেষ্টাই হলো যড়যন্ত্র। আপনারা অনেকে ইন্টারনেট ঘাটাঘাটি করেও ষড়যন্ত্র নিয়ে কবিতা খুজে পাচ্ছেন না। তাদের জন্য আজকের পোস্টটি লিখেছি। আশা করি আপনাদের কাঙ্খিত কবিতা এই পোস্টের মাঝে খুজে পাবেন। তাহলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

ষড়যন্ত্র নিয়ে কবিতা

কবিরা ষড়যন্ত্র নিয়ে কবিতা রচনা করেছে। কিন্তু আমরা অনেকেই তেমন কবিতার গোছানো অংশ খুজে পায়না। যাদের অবস্থা এমন তাদের জন্য বিখ্যাত কবিদের কবিতা, গোছানো আকারে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

“ষড়যন্ত্র”
– দুখাই রাজ

অষ্টপ্রহর তিমির জাগরণে ফুলেছে চোখের পাতা
আমোদ প্রমোদ জলাঞ্জলী হল নষ্ট করে মাথা ।
ভ্রষ্ট চৈতন্য গলা টিপে মারে দ্যুতির
জাগানিয়া আত্মপ্রত্যয় আজ রুদ্র মুর্তির ।

স্বপ্নচারীর হৃদয় সকলের তরে বিলায়
জন্ম হবে আরেকটিবার তিতুমিরের কিল্ল ।
দেশপ্রেম আবার ও কালের কাছে লুপ্ত
ষড়যন্ত্রে মেতেছে সব তাও আবার সুপ্ত ।

ঘুমন্ত মনুষ্যত্ব আর কবে জাগবে ?
ষড়যন্ত্রের মূল হোতারা পুটলি নিয়ে ভাগবে ;
আহত অনেক, মরবে অনেক আরও কত কি যে আছে
যে যাই বলুক আমি নেমেছি, আছে কী কেউ পাছে ?

নষ্ট গদ্যের বিলুপ্তিতে সুস্থ্য পদ্যের সৃষ্টি
পদ্য যুদ্ধে সম্ভব নয়, আত্ম যুদ্ধেই তুষ্টি ।

ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা

বাংলাদেশের অনেক বিখ্যাত কবিরা, ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা রচনা করেছে। অনেকেই আছেন যারা গুগলে খুঁজেও ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা পাচ্ছেন না। তাদের কষ্টকে লাঘব হবে আজকের পোস্টটি লিখেছি। আশা করি এখান থেকে ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা খুজে পাবেন।

“ষড়যন্ত্র”
– মো. আবু ইউসুফ

ষড়যন্ত্র-চক্রান্তের গন্ধ আর ক্ষমতা লোভে,
মাতোয়ারা হয়ে মানুষ আজ মিথ্যে প্রলোভনে।
জীবনের আদর্শ সব বিসর্জন দিয়ে,
ভুলে গেছে আজ মাথার উপর ছায়ার মত পিতাকে।
ক্ষমতার নোংরা-জঘন্য দাপট আর টাকার নেশায়,
নিহীত ষড়যন্ত্রের মিথ্যা মিটিং ও গোপন সেটিংয়ে।

লিপ্ত থাকে প্রকাশ্যে-গোপনে প্রতিক্ষনে,
মঙ্গল হবে না কারও ক্ষতি সাধন করিলে।
চক্রান্তকারীর পক্ষে নয় বিপক্ষে অবস্থান নিন,
কুচক্রী মহল চিহ্নিত হবে সার্বজনীন।
এদের নেতৃত্ব হয় না কখন স্থায়িত্ব,
যতই করুক সমাজে কর্তৃত্ব।
দেখাতে চায় অনেক বাহাদুরি,
নেই কোন মূল্যবোধ সবই করে ছলছাতুরি।

ঐ পথে আর যেও না, ষড়যন্ত্র করো না,
মিথ্যের সুতোয় ষড়যন্ত্রের জাল আর বুনোনা।
ধ্বংস করে দিওনা নিষ্পাপ লোকের স্বপ্নকে,
বেরিয়ে আসতে দাও তোমাদের স্বপ্ন দ্রষ্টাকে।
উদয়ের সূর্য হতে পারে ভোরে পতন,
লুটায় যেতে পারে এ ধরায় বিজয় কেতন।
স্বার্থের কারণে ষড়যন্ত্র যিনি করে,
ধ্বংসের প্রভাব পড়ে সবার উপরে।
মানবতা জেগে উঠুক সবার অন্তরে,
বিপদে ফেল না কাউকে ষড়যন্ত্র করে।

দুষ্কৃতী ষড়যন্ত্রে মেতে থাকে বিভিন্ন খুপড়িতে,
ঐ সরণীতে আর যেওনা, হতে পারি বন্ধু সকলে।
হৃদয়ে প্রশ্ন জাগে ঘুমন্ত মনুষ্যত্ব কখন জাগবে?
ষড়যন্ত্রের মূল হোতারা তাদের স্বার্থ নিয়ে নাহি ভাগবে।
ষড়যন্ত্র চিরকালই এ ধরাধমে থাকবে,
তবু মনুষ্যত্ববাদিরা কভু নাহি থামবে।
উদভাষিত হতে দাও চির সত্যকে,
ঘুরে দাঁড়াতে দাও স্বপ্নবাহু সেই পুরুষকে।

আরও দেখুন ষড়যন্ত্র নিয়ে উক্তি, ক্যাপশন ও কোরআনের বাণী

ষড়যন্ত্র নিয়ে দারুণ একটি কবিতা

আজকের পোস্টের আমরা বিখ্যাত একজন কবির ষড়যন্ত্র নিয়ে অসাধারভ ও দারুণ কিছু কবিতা উপস্থাপন করবো। যে কবিতা গুগলের সর্বাধিকবার সার্চ করা হয়েছে, যেটা পড়া কবিতার পাঠকগন নন্দিত। চলুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্র নিয়ে অসাধারন একটি কবিতা পড়ি।

জীবন এক ষড়যন্ত্র

এই যে আপনি,
গাছ যেমন ক্রমে পাতায়,
ফলে-ফুলে, সৌগন্ধে, ভ্রমরে,
কামনার জোনাকিতে ভরে গিয়েছিল,
তারপর একদিন হেলেদুলে যেতে যেতে
এই আপনার চুল পেকেছে,
দাঁত ক্ষয়ে গেছে,
নিভে যেতে যেতে যৌবনে কাঁটাতার পড়েছে,
আপনাকে ফেলে-ফেলে রেখে গেছে জানাশুনা মানুষেরা।

একা এবং একমাত্র একা হতে হতে,
আপনি দেখেছেন রক্তে আগুনের বদলে
শুরু হয়েছে শত্রু শত্রু খেলা,
অথচ আপনি জানেন আপনি মারা যাচ্ছেন,
সম্বলহীন, শক্তিহীন, শুন্য ভালবাসায়।
তবুও হয়ত পুরনো অভ্যেসে আরও
উঠে দাঁড়াতেও চাইবেন আপনি।

পারবেন না ! ততদিনে আপনাকে ফেলে রেখে যাওয়া
সেই জানাশুনা মানুষেরা হাট থেকে,
মঞ্চ থেকে, পার্টি থেকে, মাঠ থেকে, সংগম থেকে,
জনসভা থেকে ফিরে ফিরে আসবে,
যেন বৃদ্ধ হাতীর মত দুর্বল আপনার এই শরীর,
যেন অজস্র অভিশাপের মুখে
প্রচুর প্রতিশোধের সম্ভাবনা!
কোন মতে শরীর ঠেকাতে পারলেও,
মানুষ ঠেকাতে পারবেন না!

ইতি কথা

আজকের পোস্টে ষড়যন্ত্র কবিতা উপস্থাপন করেছি, আশা করি আপনারদের ভালো লেগেছে।আমরা পরবর্তিতে আরো ষড়যন্ত্র নিয়ে কবিতা আপলোড করবো। নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। যদি আরো নতুন কিছু জানার ইচ্ছে হয় তাহলে আমাদের পোস্টের নিচে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।

Tips Gateway

আসসালামু আলাইকুম, টিপস গেটওয়ে.কম ওয়েবসাইটে আপনাকে জানায় স্বাগতম। আমারা আমাদের সাইটে সকল ধরণের তথ্যপ্রযুক্তি বিষয়ক, ধর্মীয়, বিনোদন ও শিক্ষামূলক, সাধারন জিজ্ঞাসা, চাকরি বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচী, প্রবেশপত্র, প্রশ্ন সমাধান ও ফলাফল, মনীষীদের উক্তি, বাণী ও ফেসবুক সহ বিভিন্ন বিষয়ের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি, ট্রেন, বাস ও বিমানের সময়সূচী, পোস্ট কোড, ভ্রমণ, সিমের অফার এবং রুপান্তরকারী ক্যালকুলেটর সহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায় লেখালেখি করে থাকি। যা বাংলা ভাষাভাষী মানুষদের ইন্টারনেটে প্রতিদিনের নিত্যনতুন প্রয়োজনীয় সকল তথ্য চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ্‌।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button