ভাবসম্প্রসারণ: চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ
চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ : ভাবসম্প্রসারণ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভাবসম্প্রসারণ: চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ’ ক্লাস ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ / class 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ও ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম শ্রেণী এবং এসএসসি / SSC ও এইচএসসি / HSC সমমান পরীক্ষা সহ সকল ধরণের শিক্ষামূলক প্রতিযোগিতার জন্য যথাক্রমে; ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০ অথবা 100, 150, 200, 250, 300, 400, 500, 1000 শব্দ / শব্দের ৫, ৮, ১০, ১২, ১৫, ২০, ২৫, ৩০ টি বাক্যে, প্যারা বা পয়েন্ট আকারে, চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ ভাবসম্প্রসারণটি দেওয়া হল।
ভাবসম্প্রসারণ: চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ
মূলভাব: চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ। মানুষের জীবন বিকাশের জন্য চরিত্রের গুরুত্ব অপরিসীম। চরিত্রের মাধ্যমেই মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে।
সম্প্রসারিত ভাব: দুশ্চরিত্র বা চরিত্রহীন মানুষ পশুর সমতুল্য বলেই চরিত্রহীন ব্যক্তিকে সমাজে সবাই ঘৃণা করে। অপরপক্ষে চরিত্রবান ব্যক্তির মর্যাদা সমাজে অনেক বেশি। ভালো মানুষকে সবাই ভালোবাসে । চরিত্র বলতে সাধারণত মানবজীবনের শ্রেষ্ঠ গুণাবলিকেই বোঝায়। চরিত্রবান ব্যক্তির মধ্যে বিভিন্ন গুণের সমন্বিত রূপ প্রত্যক্ষ করা যায়। মানুষ হিসেবে জন্ম নিলেই সত্যিকার মানুষ হওয়া যায় না। জন্মের পর মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয় আর সেজন্য প্রয়োজন হয় উপযুক্ত শিক্ষার। জীবনের বিচিত্র শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষ নিজের চরিত্রের মধ্যে বিভিন্ন গুণের সমাবেশ ঘটায়। সেজন্য মানুষকে অনেক সাধনা করতে হয়। সাধনা ছাড়া জীবনে সাফল্য অর্জন করা যায় না।
সত্যের পথে থেকে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এমনকি দেশ ও সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কাজ করে যাওয়া চরিত্রবান লোকের বৈশিষ্ট্য। চারিত্রিক গুণাবলি মানবজীবনকে মহৎ করে তোলে। অপরদিকে যার চরিত্র ভালো নয়, সমাজে তার কোনো মান-মর্যাদা নেই। চরিত্রহীন ব্যক্তির মধ্যে নানা রকম অন্যায় ও অনাচারের পরিচয় পাওয়া যায়। তারা সমাজের কীট বলে বিবেচিত হয়। চরিত্রহীন লোক যেমন ব্যক্তিজীবনে উন্নতি করতে পারে না, তেমনই জাতীয় জীবনেও কোনো অবদান রাখতে পারে না। চরিত্রহীন মানুষ পশুতুল্য বিবেচিত হওয়ায় সমাজে তারা নিন্দিত।
মন্তব্য: মানুষকে জীবনে সফলতা অর্জন করতে হলে সাধনার মাধ্যমে চরিত্র গঠন করতে হবে। মুকুট যেমন সম্মান ও মর্যাদার প্রতীক তেমনই চরিত্রও মানুষের সম্মান ও মর্যাদার নিদর্শন স্বরূপ। মুকুট যেমন মাথার উপরে শোভমান থাকে, চরিত্রবান ব্যক্তিগণও তেমনই সমাজের অলংকার হিসেবে বিবেচিত হন।
আরও দেখুন ❏ ভাবসম্প্রসারণ: মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে