বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ লিখিত [mp3 ও ভিডিও] pdf download
৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ লিখিত [mp3 ও ভিডিও] pdf download

বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ লিখিত [mp3 ও ভিডিও] pdf download, ১৯৭২ সালের ৭ই মার্চ দিনটি ছিল রবিবার যেদিন ঢাকার রেসকোর্স ময়দান বর্তমানে সোহ্রাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের ভাষণ প্রদান করেন। যার ভাষণের ফলে বাঙালি জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে এক হয়ে। সেদিন ছাত্র জনতা থেকে শুরু করে লাখো লাখো মানুষ যোগ দিয়েছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে। যে ভাষণ বাঙালি জাতিকে একত্রিত করেছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং কাঙ্খিত বিজয় ছিনিয়ে আনতে। বঙ্গবন্ধুর সেই সাথে মার্চের ভাষণ এতটাই জনপ্রিয় এবং উদ্দীপনার ছিল যে পরবর্তীতে এ ভাষণটিকে আমেরিকার আব্রাহাম লিংকন এর ঐতিহাসিক ভাষণ গেটিস বার্গের সঙ্গে তুলনা করা হয়। এ পোস্টটি আমরা আপনাদের সাথে শেয়ার করব বঙ্গবন্ধুর ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ লিখিত mp3 ডাউনলোড করার পদ্ধতি, ৭ মার্চের ভাষণ পিডিএফ ও ৭ ই মার্চের ভাষণ ভিডিও আকারে।
Table of content...
বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ লিখিত MP3 download
যখনই আমাদের মাঝে ৭ ই মার্চ উপস্থিত হয় তখনই মনে পড়ে সেই রক্তে আগুন ধরানো বঙ্গবন্ধুর ভাষণের কথা। যে ভাষণটিকে সম্মাননা দেয়া হয়েছে উচ্চ পর্যায়ের তাইতো বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ। সাথে মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বঙ্গবন্ধুর সেই ভাষণ লিখিত আকারে প্রকাশ করা হয়। এতে করে অনেকেই সেদিন বা বছরের অন্যান্য দিনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ লিখিত আকারে চাই। তাই অংশে লিখিত আকারে এবং একই সাথে mp3 ফাইল দেয়া হলো, ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ যা সহজেই download করা যাবে।
৭ মার্চের ভাষণ pdf download
আপনি কি ৭ মার্চের ভাষণ পিডিএফ ফাইল আকারে চাচ্ছেন? এখানে প্রকাশ করা হচ্ছে ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ পিডিএফ ফাইল আকারে। যা এক ক্লিকে আপনার স্মার্টফোন, পিসি/ কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেটে ডাউনলোড করা যাবে। এবং একই সাথে পিডিএফ ভিউয়ার দিয়ে দেখা যাবে ৭ই মার্চের ভাষণ লিখিত আকারে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ pdf download
৭ মার্চের ভাষণ ভিডিও ডাউনলোড
আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা সাথে মাসের বঙ্গবন্ধুর অগ্নিঝরা সেই ভাষণ ভিডিও আকারে পেতে চাই। বর্তমান সময়ে প্রযুক্তি উন্নত হয়েছে তাই সহজেই যেকোন ভিডিও ইউটিউবে পাওয়া যায়, এই অংশে আপনাদের জন্য দেয়া হলো ৭ই মার্চের ভিডিও ইউটিউব থেকে, যা ভিডিওটি ডাউনলোড করা যাবে ভিটমেট অ্যাপস ডাউনলোড করে।
৭ই মার্চের ভাষণ কত মিনিট ও কত শব্দের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে দিয়েছিলেন এক ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ভাষণ ছিল ১৮ মিনিট যা লিখিত আকারে ১১০৮ টি শব্দের।