৭ই মার্চ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য ও ভাষণ ২০২৩ pdf download [নমুনা সহ]
ঐতিহাসিক ৭ মার্চ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য ও ভাষণ ২০২৩ pdf download [নমুনা সহ]

৭ই মার্চ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য ও ভাষণ ২০২৩ pdf download [নমুনা সহ] মহান ৭ই মার্চ যার ইতিহাস ঐতিহ্য প্রতিটি বাঙালির হৃদয়ের আজও গাঁথা রয়েছে এবং আজীবন ধরে তা থাকবে। কারণ এই ৭ মার্চের মধ্য দিয়েই বাঙালি জাতি পেয়েছিল স্বাধীনতা যুদ্ধের ডাক, শুনেছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরার ডাক। তাইতো বাঙালি জাতির কাছে মহান ৭ই মার্চের গুরুত্ব মর্যাদা ও তাৎপর্য অপরিসীম। তাই যখনই বছর ঘুরে আমাদের মাঝে ৭ই মার্চ উপস্থিত হয় তখন আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি। যেখানে থাকে ৭ মার্চের সংক্ষিপ্ত বক্তব্য, ৭ই মার্চ সম্পর্কিত বঙ্গবন্ধুর লিখিত ভাষণ। এই পোস্টে আমরা আপনাদের সাথে শেয়ার করব ৭ই মার্চের সংক্ষিপ্ত বক্তব্য, ৭ই মার্চ সম্পর্কে বক্তব্য এবং ৭ই মার্চে বঙ্গবন্ধুর লিখিত ভাষণ।
Table of content...
৭ই মার্চের সংক্ষিপ্ত বক্তব্য pdf
মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের ইন্ধন ছিল ৭ই মার্চ। কেননা এই ৭ই মার্চের মধ্য দিয়ে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে পশ্চিম পাকিস্তানের পায়খানাদার বাহিনীর উপর। যেদিন ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অগ্নিঝরা কন্ঠে ডাকে ছিল। বলে উঠেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাই সেই ৭ই মার্চকে ঘিরে বিভিন্ন ধরনের আয়োজনে সভাপতি, প্রধান অতিথী থেকে শুরু করে সকলে ৭ই মার্চের বক্তব্য দিয়ে থাকেন। তাই অংশ তুলে ধরা হলো ৭ই মার্চের সংক্ষিপ্ত বক্তব্য, যা pdf download করতে পারবেন।
শ্রদ্ধাভাজন সভাপতি; মঞ্চে উপবিষ্ট সম্মানিত আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ সবার প্রতি রইল আমার ৭ মার্চ ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ এর আন্তরিক অভিনন্দন ।
সুধীমণ্ডলী
আজ ৭ই মার্চ, প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সালাম জানাই এদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাঁরা অকাতরে জীবনোৎসর্গ করে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছেন।
সম্মানিত সুধী
আজ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তবে আমাদের একথা ভুলে গেলে চলবে না যে, স্বাধীনতা অর্জিত হলেই সংগ্রাম শেষ হয়ে যায় না; তখন বিজয়ী জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার লড়াই। তাই তো মীর মশাররফ হোসেন বলেছেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এ রক্ষার সংগ্রামে আরও বেশি ত্যাগ-তিতিক্ষা ও শক্তি সামর্থ্যের প্রয়োজন। অথচ এদেশে এখনও চলছে দেশি-বিদেশি ষড়যন্ত্র। বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত অশুভ শক্তির দোসরেরা এখনও বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিতে বিভিন্ন অপচেষ্টায় তৎপর।
সম্মানিত সুধীসমাজ
স্বাধীনতার পর ৪৫ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে মনে প্রশ্ন জাগে, স্বাধীনতা শব্দটির সঙ্গে যে স্বপ্ন দেশবাসী দেখেছিল আজও কি তা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়েছে?
ভাইসব
তারপরও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। তাই আসুন, আজকের এ দিনে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শপথ নিই, জাতীয় ঐতিহ্য, দেশের স্বাধীনতা ও সমৃদ্ধিকে বাঁচিয়ে রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই। আমরা আমাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি। তাই আসুন, সবরকম বিভেদ-বিচ্ছেদ ভুলে, হানাহানি-সংঘাত ভুলে, সংকীর্ণ স্বার্থচিন্তা বিসর্জন দিয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলি। মহান স্বাধীনতা সংগ্রামে প্রাণোৎসর্গকারী বীর শহিদদের আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।
আরও দেখুন : ৭ মার্চের এর ভাষণ রচনা
৭ই মার্চ সম্পর্কে বক্তব্য
আপনি কি সাথে মাস সম্পর্কে বক্তব্য খুঁজছেন? ৭ই মার্চ যা আমাদের পুরো জাতিকে উদ্দীপ করেছিল মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। সেই সাথে মানুষের চেতনা আজও আমাদের অনুপ্রেরণা যোগায় যোগায় আশা ও ভরসা প্রতি দিনটি সামনের পথে এগিয়ে যেতে। তাই সে সাথে মার্চকে ঘিরেই দেয়া হলো বক্তব্য। যে বক্তব্য আপনাকে যোগাবে অনুপ্রেরণা যে বক্তব্য আপনাকে ৭ই মার্চ সম্পর্কে দিবে নানা তথ্য।
৭ মার্চের বঙ্গবন্ধুর লিখিত ভাষণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দরজ কন্ঠে ১৯৭১ সালের ৭ই মার্চ রোজ রবিবার দিয়েছিল অগ্নি ঝরা ভাষণ। ৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিংকনের গেটিস বার্ক ভাষণের সাথে তুলনা করা হয়। ঐতিহাসিক সেই ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ মোট ১৮ মিনিট এবং ১১০৮ টি শব্দের। নিচের অংশ তুলে ধরা হলো ৭ই মার্চের বঙ্গবন্ধুর লিখিত ভাষণ pdf download পিডিএফ ফাইল আকারে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ pdf