২১ শে ফেব্রুয়ারি কবিতা, ছোটদের একুশের কবিতা | একুশের সেরা কবিতা
২১ শে ফেব্রুয়ারি কবিতা, ছোটদের জন্য একুশের কবিতা | একুশের সেরা কবিতা

২১ শে ফেব্রুয়ারি কবিতা, ছোটদের একুশের কবিতা | একুশের সেরা কবিতা: জাতি হিসেবে আমরা বাঙালি এবং আমাদের মাতৃভাষা হলো বাংলা। আমাদের মাতৃভাষা বাংলা অর্জনের পিছনে রয়েছে এক গৌরবময় ইতিহাসের কথা। যা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঘটেছিল। আপনারা সকলেই অবগত আছেন যে, সেদিন পশ্চিম পাকিস্তান আমাদের উপর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চাইছিল। কিন্তু বাংলার তৌহিদি জনতা এবং ছাত্ররা এটি মেনে নিতে চাইনি। যার ফলে তারা রাজপথে নামে এবং লড়াই করে রাষ্ট্রভাষা বাংলাকে করার দাবিতে। সেই মিছিলে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা গুলিবর্ষণ করে। এতে করে নিহত হয় রফিক, শফিক, বরকত, জব্বার ও সালাম সহ আরো অনেক ভাষা সৈনিকেরা।
যার মধ্য দিয়ে তাদের দাবি পূরণ হয় এবং পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্থান পায়। সেদিনের পর আমরা অর্জন করি গৌরবময় ভাষার জন্য এক অনন্য ইতিহাস। তাইতো আমরা ভাষা শহীদদের এত শ্রদ্ধা ভরে স্মরণ করি। ভাষা শহীদদের স্মরণে এই পোস্টটি আমরা আপনাদের সাথে শেয়ার করব ২১ শে ফেব্রুয়ারি কবিতা। যেখানে আপনার পাবেন ছোটদের জন্য একুশের কবিতা, আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে কবিতা এবং ২১ শে ফেব্রুয়ারির বাংলা ও সেরা কবিতাগুলো।
Table of content...
২১ শে ফেব্রুয়ারি কবিতা
প্রতিবছর যখন আমাদের মাঝে এসে উপস্থিত হয় ২১ শে ফেব্রুয়ারি। তখন আমরা অনেকেই ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা খুঁজি। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে ২১ শে ফেব্রুয়ারীর কবিতা আমাদের পড়তে হয়। আপনাদের জন্য রইল ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা। যে কবিতা আপনি ২১ শের চেতনাকে কেন্দ্র করে পড়তে ও অধ্যায়ন করতে পারেন।
আজ ২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আরও একবার নিজের মাতৃভাষা কে স্মরণ করার ও শ্রদ্ধা জানানোর দিন।
মাতৃভাষার অবমাননা বন্ধ করে তাকে আরও মহিমান্বিত করে তুলুন।
ভাষা সেতো মায়ের বুলি
প্রাণের চেয়েও প্রিয় জানি
যে ভাষাতে প্রাণ জুড়াল
সবার সুখের তৃষ্ণ মিঠালো
সেইতো মোদের মধুর ভাষা
মায়ের ভাষা বাংলা ভাষা
ভাষা সেতো স্লোগান মুখর যুবকের ভালবাসা
যে ভাষাতে সদা থাকে জাগি
সে ভাষার কোন দশা আজি
তারা মানেনাতো বাঁধা ভঙ্গ করেত ধারা
হায়নার গর্জন লঙ্গিয়ে চলে
হুংকারে হয় ধনি পতি ধনি
রাষ্ট্রভাষা বাংলা চাই
বাংলা চাই
ভাষা সেতো রক্তে ভেজা ২১শের দুপুর
রক্ত! সেতো নতুন সূর্যদয়
যে ভাষার লাগি রক্ত দিয়াছিলো বাঙ্গালী জাতী
ত্যাগে বেজেছিলো সাম্যের গীতি
পৃথিবীর মানুষ অভাব রয়
বাংলা ভাষার হলো জয়।
আরও দেখুন: ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা স্ট্যাটাস
ছোটদের জন্য একুশের কবিতা
ভাষার মাস যখন ২১ আমাদের মাঝে এসে উপস্থিত হয়। তখনই একটি কথা বারবার মনে পড়ে সেটি হল ২১ শে ফেব্রুয়ারির সেই স্মৃতি কথা। যে ২১ শে ফেব্রুয়ারিতে আমরা অর্জন করেছি গৌরবময় রাষ্ট্রভাষা বাংলা, যা আজও বিশ্বের বুকে মাথা তুলে রয়েছে। তাইতো একুশের সেই মহান গৌরবময় অর্জনের কথা আমাদের জানাতে হবে আমাদের নতুন প্রজন্মকে। তার জন্য ছোটদের জন্য প্রয়োজন একুশের কবিতা। কারণ ছোট থেকেই তারা যেন ২১ শে সম্পর্কে জানে একুশের চেতনার মধ্য দিয়ে বড় হয়। তাই এঅংশে তুলে ধরা হলো ছোটদের জন্য একুশের কিছু কবিতা।
মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা…
আরও দেখুন: ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষণ
মাতৃভাষা নিয়ে কবিতা
আমাদের গৌরবময় অর্জন রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিকে, আজ পুরো বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান দিয়েছে। যাতে করে প্রতিবছর পুরো বিশ্বে ২১ শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। যে কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের। যেখানে থাকে মাতৃভাষা নিয়ে কবিতা রচনার প্রতিযোগিতা। তাই অনেকেই মাতৃভাষা নিয়ে কবিতা খোঁজে সুন্দর কবিতা উপস্থাপনের জন্য।
বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ
শহীদ হয়েছে তারা, অক্ষয় অমর অম্লান,
ভুলিনি আজো, তাদের রক্ত বৃথা যায়নি
স্মরণে তব শহীদ মিনার গড়েছি জানি।
বায়ান্ন সালের একুশের এমন এক দিনে
সালাম রফিক জব্বার আর কত কত জনে
মায়ের কোলে শহীদ হয়েছে ভাষার কারণে।
বিল ঝিল হাওড় নদী কলকল তানে
আমারে বাংলা ভাষায় সুখে দুঃখে ডাকে।
পাখির গানে ভোরের শিশিরে আকাশের চাঁদ
রাতের জোনাকী ফুল ফল, খুশি মানেনা বাধ
মায়ের হাসি সবুজ শ্যামলে ফসলের মাঠ
এইতো আমারই বাংলা ভাষার প্রথম পাঠ।
ভালবাসি বাংলা আর ভালবাসি ভাষা
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা, মায়েরই ভাষা ।
শোন বিশ্ব, নাই এমন ইতিহাস আর নাই
কোন কালে বাংলা ভাষার নাই মৃত্যু নাই।
২১ শে ফেব্রুয়ারি বাংলা কবিতা
যে বাংলা ভাষা অর্জনের জন্য আমাদের বুকের তাজা রক্ত এমন জীবন পর্যন্ত দিতে হয়েছে। সেই বাংলা ভাষা আমাদের কাছে অত্যন্ত গৌরবের একটি বিষয়। বাংলা নিয়ে আমাদের এত উন্মাদনা, উৎসব, আয়োজন। তাইতো প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি আসলে বাংলা কবিতা লেখার প্রতিযোগিতা হয়। একুশে ফেব্রুয়ারি যত গল্প, যত অর্জন, যত কবিতা সব বাংলাতেই লেখা হয়েছে।
আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!
এই কাহিনি কল্পনা নয়
রূপকথারই গল্প ও নয়
শুনতে কি চাও আরো?
কৃষ্ণচূড়া রঙিন ডালে
লাল হলো সেই রক্ত লালে
নয় অজানা কারো।
একে একে দিন বয়ে যায়
বন্দি ইতিহাসের পাতায়
সোনার সে নাম গুলো,
হায় কী ছিল এই ললাটে
ইতিহাসের সেই মলাটে
জমছে দেখ ধূলো!
এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?
সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি…।
জহিরের কথাগুলো দৈববাণী হয়।
আরেক ফাল্গুনে দেখো, জনতার স্রোত,
সত্যিই দ্বিগুণ হয় –
রাজপথে নেমে আসে, গলিত লাভার মত;
স্ফুলিঙ্গ অনল হয়ে দাবানল হয়।
বাংলার ঘরে ঘরে গাফফার গেয়ে উঠে,
আমার ভায়ের রক্তে রাঙ্গানো …….. একুশের গান।
আমাদের অন্তর্গত হৃদয়ের বাণী,
ছড়ায় সমগ্র বিশ্বে – গানে গানে, কবিতা কথায়।
সুদূর টরেন্টো হয়ে, চেরিদের বনে,
পৌছে যায় বাংলার প্রতিবাদী সুর।
ঝংকারে মথিত হয়, লাল রং ক্যাঙ্গারুর ভূমি।
মাতৃভাষা স্মৃতিসৌধ, মাথা তোলে দেশে দেশে,
মায়ের ভাষার দাবী প্রতিষ্ঠিত করে।
শুন হে বরকত শুন, শুন হে সালাম,
তোমাদের আত্মত্যাগ ব্যর্থ হয় নাই।
তোমরা দিয়েছ প্রাণ, তাই –
আমরা মায়ের বোলে, কথা বলি, গান গেয়ে যাই।
আরও দেখুন: ২১ শে ফেব্রুয়ারি বক্তব্য
একুশে ফেব্রুয়ারি সেরা কবিতা
মহান একুশে ফেব্রুয়ারি যে একই সাথে আমাদের মাতৃভাষা দিবস এবং অন্যদিকে শহীদ দিবস হিসেবেও পালন করা হয়। এই একুশে ফেব্রুয়ারি নিয়ে রয়েছে অনেক কবিতা। যেখানে বহু কবি তার কাব্যের ভাষায় রচনা করে গেছেন একুশে ফেব্রুয়ারির মাহাত্ম্য। একুশে ফেব্রুয়ারির আকুত ভয় লড়াইয়ের কথা, একুশে ফেব্রুয়ারি নিয়ে ছাত্রদের কথা। যার মধ্য থেকে এ অংশে তুলে ধরা হলো একুশে ফেব্রুয়ারীর সেরা কিছু কবিতা। যে কবিতা আপনাকে বিনীত করবে ২১ সম্পর্কে জানতে।
একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।
বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
রক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।
তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
রক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।
বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
রক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।